ধরো তোমার বাসার ঠিকানা তুমি প্রোগ্রামে লিখতে চাও। এবার প্রোগ্রামটা লিখে ফেলি তাহলে-
#include <stdio.h>
int main()
{
printf("Name: Md. Alamin
School: Alamin Academy
Hometown: Chandpur");
return 0;
}
int main()
{
printf("Name: Md. Alamin\nSchool: Alamin Academy\nHometown: Chandpur");
return 0;
}
আউটপুটে দেখি কি দেখায়!
হুম, Looks Fine! আমরা যেখানে '\n' দিয়েছি, সেখান থেকে নতুন লাইন শুরু হয়েছে। আমরা চাইলে এটাকে আরো সুন্দর করতে পারি। ট্যাব করে লেখার জন্যে আমরা '\t' ব্যবহার করি।
#include <stdio.h>
int main()
{
printf("Name: \t\tMd. Alamin\nSchool: \tAlamin Academy\nHometown: \tChandpur");
return 0;
}
#include <stdio.h>
int main()
{
printf("Name: Md. Alamin
School: Alamin Academy
Hometown: Chandpur");
return 0;
}
রান করে দেখি কি দেখাচ্ছে! F9 প্রেস করে এই আউটপুট পেলাম -
রান হচ্ছে নাহ...!!! ব্যাপার কি??
printf() তাহলে দুই লাইন নিতে পারে নাহ! তাহলে আমাদের কি হবে??
হুম এজন্যে New line character বলে একটা জিনিস আছে। তুমি লাইনের মাঝে '\n' ব্যবহার করলে বাকিটা পরের লাইন থেকে শুরু হবে।
তাহলে আমাদের প্রোগ্রাম দাঁড়াচ্ছে-
#include <stdio.h>
{
printf("Name: Md. Alamin\nSchool: Alamin Academy\nHometown: Chandpur");
return 0;
}
আউটপুটে দেখি কি দেখায়!
হুম, Looks Fine! আমরা যেখানে '\n' দিয়েছি, সেখান থেকে নতুন লাইন শুরু হয়েছে। আমরা চাইলে এটাকে আরো সুন্দর করতে পারি। ট্যাব করে লেখার জন্যে আমরা '\t' ব্যবহার করি।
#include <stdio.h>
int main()
{
printf("Name: \t\tMd. Alamin\nSchool: \tAlamin Academy\nHometown: \tChandpur");
return 0;
}
Looks Better! আচ্ছা Name এর পর দুই বার '\t' দিলাম কেন? একবার দিলে কি হতো??
এবার নিচের প্র্যাকটিস গুলা করে ফেলো-
১.
*
* * *
* * * *
২.
Subject Mark
******************
English 80
Math 90
Bangla 85
করে ঝটপট স্ক্রীনশট দিয়ে ফেলো ;)
No comments:
Post a Comment